চার ক্যামেরার স্মার্টফোন আনলো স্যামসাং কম বাজেটের মধ্যেই
স্যামসাং বিশ্বের সব চাইতে বড় মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি বাজারে আনলো তিনটি রিয়ার ক্যামেরা এবং একটি ফ্রন্ট ক্যামেরাসহ নতুন স্মার্টফোন। এ ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এ ৭ ( ২০১৮ ) । গ্যালাক্সি এ৭ এর প্রধান আকর্ষণ ফোনের ওএলইডি ডিসপ্লে , ডলবি অ্যাটম অডিও , ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গেই থাকবে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট বা সেলফি ক্যামেরা। নিচে এর বিস্তারিত দেওয়া হল ডুয়াল সিম গ্যালাক্সি এ৭ ফোনে অ্যান্ড্রয়েড ৮ . ১ ওরিও অপারেটিং সিস্টেম চলবে। গ্যালাক্সি এ৭ তে থাকবে একটি ৬ ইঞ্চি এফএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮ . ৫ : ৯। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড কোর প্রসেসর , চারজিবি - ছয়জিবি আর ৬৪ জিবি / ১২৮জিবি স্টোরেজ। ছবি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এ৭ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর , একটি ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গ...