জেনে নিন ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ টিপস !


গোটা বিশ্বে সব থেকে শক্তিশালী সোশ্যাল মাধ্যম ফেসবুক। প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। মাধ্যমটিতে অনেকেই সারাদিন সময় কাটান। তারপরও ফেসবুকের অনেক ফিচার সম্পর্কে তারা জানেন না। আসুন জেনে নেওয়া যাক ফেসবুকের দারুণ কিছু ফিচার টিপস-
১. ধরা যাক, আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে পরিবারের অনেক আছেন। এদিকে আপনি এমন একটি বিষয় ফেসবুকে পোস্ট করতে চান যা ওই সদস্যরা না জানলেই ভালো। এরকম সমস্যায় আমরা প্রায়ই পড়ে থাকি। কিন্তু সমাধানের উপায় আমাদের জানা নেই। বিভিন্ন সময় আমরা অনেক কিছু পোস্ট করি। সেগুলোর মধ্যে আমরা চাই কিছু পোস্ট যেন নির্দিষ্ট কিছু মানুষ দেখতে না পারে। এক্ষেত্রে এই কাজটি আমরা কীভাবে করতে পারি তা জেনে নেওয়া যাক।
প্রথমেই আপনি যা পোস্ট করতে চান তা অ্যাড করে নিতে হবে। এরপর দেখবেন পোস্টের ডানপাশে একটি গ্লোব সাইন আছে। সেই গ্লোবে ক্লিক করতে হবে। এবার বেশ কয়েকটি অপশন আসবে যেখানে আপনি পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি এসব পাবেন। এগুলোর ঠিক নিচেই মোর অপশনস নামে আরেকটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর কাস্টমস-এ ক্লিক করতে হবে। তারপর কাস্টমস থেকে ডোন্ট শেয়ার উইথ অপশনে গিয়ে যাদের সঙ্গে আপনি পোস্ট শেয়ার করতে চান না তাদের নাম লিখে দিন। হয়ে গেল। এবার নিশ্চিন্তে ফেসবুকে পোস্ট করুন আপনার যা ইচ্ছা হয়।
২. অনেকের নিউজ ফিডেই ভিডিও অটোপ্লে হয়ে থাকে। এর ফলে নেট ব্যালেন্স তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এ সমস্যা সমাধানের জন্য অটোপ্লে বন্ধ করার পদ্ধতি জানতে হবে। ভিডিও অটোপ্লে বন্ধ করতে সেটিংস থেকে ভিডিওস- এ যেতে হবে। তারপর সেখান থেকে অটো-প্লে ভিডিওস অপশনে গিয়ে এটা বন্ধ করে দিলেই হবে। আর কখনও অটোম্যাটিকভাবে নিউজফিডে ভিডিও চলবে না।
৩. যারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেই তাদের কাছে আপনার অ্যাকাউন্ট কেমন দেখায় তা অনেকেরই জানতে ইচ্ছা করে। এটা জানারও রয়েছে সহজ পদ্ধতি। প্রথমেই আপনার কাভার ফটোর ডানপাশের কোনায় তিনটি ডট চিহ্নিত অপশনে ক্লিক করুন। তারপর সেখান থেকে ‘ভিউএজ’ অপশনে গেলেই আপনি দেখতে পাবেন বন্ধুতালিকার বাইরে থাকা মানুষের কাছে আপনার অ্যাকাউন্ট কেমন দেখায়।

Comments

Popular posts from this blog

জেনে নিন দুর্বা ঘাসের চমৎকার ৯টি উপকারিতা

How to Create a Modern Business Card Using Adobe illustrator - Red tecH ...

ওজন কমানোর ১৩ টি সহজ আয়ুর্বেদিক/ঘরোয়া উপায় বা পদ্ধতি।